নিজস্ব সংবাদদাতা, বাংলা কাগজ; আ. রহিম রেজা, ঝালকাঠি (01718 55 16 81) : ঝালকাঠির রাজাপুরের নারিকেলবাড়িয়া গ্রামের ষাটোর্ধ্ব পঙ্গু সরোয়ার হোসেন মৃধা পুরোপুরি সুস্থ হয়ে উঠতে ও ছোট একটি ব্যবসা শুরু করার জন্য পুঁজি চেয়েছেন।
জানা গেছে- শ্রমজীবী সারোয়ার হোসেন মৃধার পায়ে তিন মাস পূর্বে একটি দুর্ঘটনায় লোহার রড ঢুকলে তিনি স্থানীয়ভাবে চিকিৎসা করান।
কিন্তু ক্ষতস্থানের কোনও উন্নতি না হওয়ায় রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতাল চিকিৎসা নেন।
তাতেও অবস্থার উন্নতি না হয়ে বরং তা অবনতির দিকে যেতে থাকলে আরও উন্নত চিকিৎসার জন্য ডাক্তার তাঁকে ঢাকা থেকে চিকিৎসা নিতে বলেন।
পরে ঢাকায় চিকিৎসা নিতে গিয়ে তাঁর সঞ্চিত অর্থের সবটুকুই খরচ করেছেন।
জানা গেছে- সরোয়ার হোসেন মৃধার সংসারে রয়েছে স্ত্রী, এক মেয়ে ও এক ছেলে। মেয়েটি কলেজে পড়ছে আর মাধ্যমিকে পড়ছে ছেলে সন্তানটি।
এ ব্যাপারে স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য কুদ্দুস হোসেন বলেন, কিছু পুঁজি সহায়তা পেলে সরোয়ার হোসেন মৃধা ছোট একটি ব্যবসা করে তার পরিবারের ব্যয় নির্বাহ করতে পারতো।
এ বিষয়ক : মহাদেবপুরে ব্যাটারি পোড়ানোর ‘কারখানা’ : মরছে পশু, নিঃস্ব কৃষক