নিজস্ব প্রতিবেদন, বাংলা কাগজ : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) বাংলা বিভাগের অধ্যাপক কবি হিমেল বরকত হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন।
রোববার (২২ নভেম্বর) ভোররাত সাড়ে ৪টার দিকে রাজধানীর ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে (বারডেম) চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয় বলে কবির সহকর্মী অধ্যাপক সাজ্জাদুল ইসলাম জানিয়েছেন।
অধ্যাপক হিমেল বরকতের বয়স হয়েছিলো ৪২ বছর।
তিনি কবি রুদ্র মুহম্মদ শহিদুল্লাহর ছোট ভাই।
অধ্যাপক সাজ্জাদ জানান- শনিবার (২১ নভেম্বর) দুপুরের দিকে সিদ্ধেশ্বরীর বাসা থেকে অনলাইনে ক্লাস নেওয়ার সময় অধ্যাপক হিমেলের ‘হার্ট অ্যাটাক’ হয়।
‘এর পর পরই তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তাঁর শরীরের অবস্থা আরও খারাপ হলে লাইফ সাপোর্টে নেওয়া হয়। কিন্তু রোববার (২২ নভেম্বর) ভোররাত সাড়ে ৪টার দিকে সবাইকে কাঁদিয়ে হিমেল না ফেরার দেশে চলে যান।’
‘অধ্যাপক হিমেলের মরদেহ তাঁর গ্রামের বাড়ি- বাগেরহাটের মোংলার মিঠাখালীর পারিবারিক কবরস্থানে দাফনের কথা রয়েছে।’
এ বিষয়ক : জামিন পেলেন কবি টোকন ঠাকুর