নিজস্ব সংবাদদাতা, বাংলা কাগজ; মুন্সীগঞ্জ : মুন্সীগঞ্জের মাওয়া প্রান্তে পদ্মা সেতুর ১ ও ২ নম্বর পিয়ারের ওপর বসানো হয়েছে ৩৮তম স্প্যান (১-এ)। এর মাধ্যমে দৃশ্যমান হয়েছে সেতুর ৫ হাজার ৭০০ মিটার।
শনিবার (২১ নভেম্বর) দুপুর আড়াটার দিকে স্প্যান বসানো হয় বলে বাংলা কাগজকে নিশ্চিত করেছেন সেতুর নির্বাহী প্রকৌশলী ও প্রকল্প পরিচালক (মূল সেতু) দেওয়ান আবদুল কাদের।
এর আগে গত ১২ নভেম্বর বসানো হয় সেতুর ৩৭তম স্প্যান।
মাত্র ৯ দিনের মাথায় বসানো হলো ৩৮তম স্প্যানটি।
এমন অবস্থায় বাকি মাত্র ৩টি স্প্যান।
ডিসেম্বরের মধ্যে সবগুলো স্প্যান বসানোর লক্ষ্য রয়েছে।
এদিকে একদিকে যেমন সেতুর স্প্যান বসানোর কাজ শেষ হচ্ছে। অপরদিকে সেতুর জাজিরা প্রান্ত দিয়ে বসানো স্প্যানের ওপর রোডওয়ে স্লাবের কাজ ও রেলওয়ে স্লাবের কাজও এগিয়ে চলেছে।
২০১৪ সালের ডিসেম্বরে ৬ দশমিক ১৫ কিলোমিটার দীর্ঘ দ্বিতল পদ্মা সেতুর নির্মাণকাজ শুরু হয়।
৩০ হাজার ১৯৩ কোটি ৩৯ লাখ টাকা ব্যয়ে গৃহীত এই প্রকল্পের সার্বিক অগ্রগতি ৮১ দশমিক ৫০ ভাগেরও বেশি।
নদী শাসন কাজের বাস্তব অগ্রগতি ৭৪ দশমিক ৫০ ভাগ।
প্রাপ্ত তথ্যমতে- ৩০ সেপ্টেম্বর ২০২০ পর্যন্ত পদ্মা বহুমুখী সেতু নির্মাণে ব্যয় হয়েছে ২৩ হাজার ৭৯৬ কোটি ২৪ লাখ টাকা।
আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের অন্যতম বৃহৎ এ প্রকল্পের মূল সেতু নির্মাণের কাজ করছে চীনের ঠিকাদারি প্রতিষ্ঠান চায়না মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং কোম্পানি।
নদীশাসনের কাজ পেয়েছে চীনেরই অপর এক প্রতিষ্ঠান সিনো হাইড্রো করপোরেশন।
আর দুটো সংযোগ সড়ক ও অবকাঠামো নির্মাণ করেছে বাংলাদেশের আবদুল মোমেন লিমিটেড।
এ বিষয়ক : পদ্মা সেতুর দৃশ্যমান ৫,৫৫০ মিটার