নিজস্ব সংবাদদাতা, বাংলা কাগজ; বাগেরহাট : বাগেরহাটের মোরেলগঞ্জে ঘুমন্ত মায়ের পাশ থেকে ১৭ দিন বয়সি শিশু চুরি ও তিনদিন পরে পুকুরে মরদেহ পাওয়ার ঘটনায় শিশুটির পিতা সুজন খান (২৮), সুজনের ছোট ভাই রিপন খান (২৫) ও ভগ্নিপতি হাসিব শেখকে (৩০) আটক করে করেছে পুলিশ।
জিজ্ঞাসাবাদের জন্য বুধবার (১৮ নভেম্বর) বেলা ১টার দিকে তাদের থানায় নেওয়া হয়।
এদিন বেলা ৮টার দিকে সুজন খানের ঘর সংলগ্ন পুকুর থেকে ভাসমান অবস্থায় শিশু সানজিদার মরদেহ উদ্ধার করে পুলিশ।
শিশুটির মরদেহ পাওয়ার খবর শুনে উপজেলা নির্বাহী কর্মকর্তা দেলোয়ার হোসেন, বাগেরহাট পিবিআই ও সিআইডির পৃথক দুটি টিম বুধবার (১৮ নভেম্বর) বেলা ১০টার দিকে ঘটনাস্থল পরিদর্শন করেন।
এ বিষয়ে শিশুটির মা শান্তা আক্তার অভিযোগ করেন- আমার মেয়েকে পরিকল্পিতভাবে তুলে নিয়ে হত্যা করে পুকুরে ফেলে রাখা হয়েছে।
এ বিষয়ে মোড়েলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বুধবার (১৮ নভেম্বর) দুপুরে বলেন- শিশুটির মরদেহ পুকুর থেকে উদ্ধার করে পোস্টমর্টেম করাতে বাগেরহাট সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
‘জিজ্ঞাসাবাদের জন্য তাঁর পিতাসহ ৩ জনকে থানায় নেওয়া হয়েছে। পরিবারের সদস্যরা এ ঘটনার সঙ্গে জড়িত থাকতে পারে বলে সন্দেহ রয়েছে পুলিশের।’
রোববার (১৫ নভেম্বর) দিবাগত রাত ১টার দিকে মোরেলগঞ্জ সদর ইউনিয়নের গাবতলা গ্রামের সুজন খানের দ্বিতীয় সংসারের শিশুকন্যাকে মায়ের পাশ থেকে বিছানা হতে তুলে নিয়ে যাওয়া হয়। পরে হত্যা করে তাঁর লাশ পুকুরে ফেলে রাখা হয়।
এ ঘটনায় মঙ্গলবার (১৭) রাতে থানায় শিশু অপহরণের অভিযোগে মামলা হয়।
এ বিষয়ক : আদালতে জবানবন্দি দিলেন সেই মহসিন : সাকিবকে হত্যার হুমকি