নিজস্ব সংবাদদাতা, বাংলা কাগজ; সিলেট : বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে ফেসবুক লাইভে এসে হত্যার হুমকিদাতা মহসিন তালুকদারের স্ত্রীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে র্যাব।
সোমবার (১৬ ) রাতে সদর উপজেলার শাহপুর এলাকার নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। র্যাব-৯ বিষয়টি নিশ্চিত করেছে।
মহসিন তালুকদার নামে ওই যুবকের বাড়ি সদর উপজেলার শাহপুর তালুকদারপাড়ায়। তার ফেসবুক অ্যাকাউন্টের নাম- Mohsin Talukdar।
মহসিন তালুকদারের বাবার নাম আজাদ বক্স তালুকদার।
জানা গেছে- এবারের কালীপূজোতে নিমন্ত্রণ পেয়ে কলকাতায় যান সাকিব আল হাসান। আর ওই কারণে ক্ষুব্ধ হয়ে ফেসবুক লাইভে এসে দেশসেরা এ অলরাউন্ডারকে কুপিয়ে-টুকরো করে হত্যার কথা বলেন মহসিন তালুকদার।
এমনকি আত্মপরিচয় দিয়ে প্রয়োজনে সাকিবকে হত্যার জন্য হেঁটে ঢাকা যাবেন বলেও জানান মহসিন।
সোমবার (১৬ নভেম্বর) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভিডিওটি ছড়িয়ে পড়লে মহানগর পুলিশ হত্যার হুমকিদাতাকে গ্রেপ্তারের জন্য অভিযান শুরু করে। পুলিশের তৎপরতা বৃদ্ধি পাওয়ায় আত্মগোপনে চলে যায় মহসিন।
রোববার (১৫ নভেম্বর) দিবাগত রাত ১২টা ৭ মিনিটে ফেসবুক লাইভ ভিডিওতে দা উঁচিয়ে সাকিব আল হাসানকে হত্যার হুমকি দেন মহসিন তালুকদার।
এ বিষয়ক : দা উঁচিয়ে ফেসবুক লাইভে এসে সাকিবকে হত্যার হুমকি দিলো সিলেটের যুবক! (ভিডিও)