নিজস্ব সংবাদদাতা, বাংলা কাগজ; পঞ্চগড় : পঞ্চগড় জেলায় বাংলাদেশের অন্যতম স্বেচ্ছাসেবী সংগঠন ভলান্টিয়ার ফর বাংলাদেশের ‘আপনার মাস্ক কোথায়?’ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
পঞ্চগড় সদরের থানার মোড় ও শহীদ মিনার মোড়ে এ কর্মসূচি পালিত হয়।
ভলান্টিয়ার ফর বাংলাদেশের পঞ্চগড় জেলার ৪০ জন সদস্য ক্যাম্পেইনে অংশগ্রহণ করেন।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকাল সাড়ে নয়টা থেকে বেলা ১টা পর্যন্ত এ কর্মসূচি পালন করা হয়।
ক্যাম্পেইনের উদ্বোধন করেন বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড় তাসকিন আহমেদ।
বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের সহযোগিতায় ভলান্টিয়ার ফর বাংলাদেশ আয়োজিত ‘আপনার মাস্ক কোথায়?’ ক্যাম্পেইনটি সম্পন্ন হয়।
পঞ্চগড় জেলার ভলান্টিয়ারেরা স্বাস্থ্যবিধি মেনে রাস্তায় নেমে বিভিন্ন সচেতনতামূলক প্ল্যাকার্ড নিয়ে সুন্দর-সারিবদ্ধভাবে দাঁড়িয়ে পথচারীদের মাস্ক ব্যবহার সম্পর্কে সচেতন করেন। পড়িয়ে দেন সঠিকভাবে মাস্ক।
ক্যাম্পেইনটি সফলভাবে সম্পন্ন করতে ভলান্টিয়ার ফর বাংলাদেশের স্বেচ্ছাসেবকদের সহযোগিতা করে পুলিশ প্রশাসন।
এ বিষয়ক : স্বাস্থ্যমন্ত্রী : প্রথম লটে ৩ কোটি ভ্যাকসিন ডোজ আনা হবে