নিজস্ব সংবাদদাতা, বাংলা কাগজ; সিলেট : সিলেটের বন্দরবাজার ফাঁড়িতে পুলিশের নির্যাতনের শিকার হয়ে মৃত্যুবরণ করা রায়হান আহমদ হত্যা মামলার প্রধান সন্দেহভাজন আসামি একই ফাঁড়ির ইনচার্জ ও বরখাস্তকৃত উপ-পরিদর্শক (এসআই) আকবর হোসেন ভূঞাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (৯ নভেম্বর) দুপুরে কানাইঘাট উপজেলার লক্ষ্মীপ্রাসাদ ইউনিয়নের সীমান্ত এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
বিষয়টি বাংলা কাগজকে করেছেন সিলেট জেলা পুলিশের সহকারি পুলিশ সুপার (কানাইঘাট সার্কেল) আবদুল করিম।
১০ অক্টোবর রাতে সিলেট নগরের আখালিয়ার বাসিন্দা রায়হান আহমদকে কোতোয়ালির বন্দরবাজার ফাঁড়িতে তুলে নিয়ে গিয়ে নির্যাতন করা হয়। পরের দিন ভোরে মারা যান তিনি।
এ ঘটনায় একইদিন (১১ অক্টোবর) কোতোয়ালি থানায় নিহতের স্ত্রী তাহমিনা আক্তার বাদি হয়ে হেফাজতে মৃত্যু (নিবারণ) আইনে মামলা করেন।
ঘটনার পর থেকেই পালিয়ে ছিলেন ওই ঘটনায় বরখাস্ত হওয়া উপ-পরিদর্শক (এসআই) আকবর হোসেন ভূঞা।
মামলাটি বর্তমানে তদন্ত করছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।