নিজস্ব সংবাদদাতা, বাংলা কাগজ; চট্টগ্রাম : নিখোঁজের চার দিনের মাথায় সীতাকুণ্ডের কুমিরা থেকে উদ্ধার হলেন চট্টগ্রামের সাংবাদিক গোলাম সারোয়ার।
রোববার (পহেলা নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কুমিরা বাজার এলাকা থেকে তাঁকে উদ্ধার করা হয় বলে পুলিশ জানিয়েছে।
সীতাকুণ্ড থানার পরিদর্শক (তদন্ত) সুমন বণিক বাংলা কাগজকে বলেন- সাংবাদিক গোলাম সারোয়ারকে কুমিরা বাজার এলাকার একটি খালের পাড়ে পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন পুলিশে খবর দেয়। তখন তাঁকে উদ্ধার করা হয়।
সারোয়ার কিভাবে সেখানে গেলেন- জানতে চাইলে তিনি বলেন- সাংবাদিক সারোয়ার সুস্থ আছেন বলে মনে হয়েছে। তার সঙ্গে কথা বলার পর বিস্তারিত জানা যাবে।
গত বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকালে নগরীর ব্যাটারি গলির বাসা থেকে বেরিয়ে নিখোঁজ হন সাপ্তাহিক আজকের সূর্যোদয়ের চট্টগ্রামের স্টাফ রিপোর্টার গোলাম সারোয়ার।
কোনও খোঁজ না মেলায় ওইদিন কোতয়ালী থানায় একটি সাধারণ ডায়রি করেন সাপ্তাহিকটির চট্টগ্রাম ব্যুরো প্রধান জোবায়ের সিদ্দিকী।
সারোয়ারকে উদ্ধারে সমাবেশ, পুলিশ কমিশনার কার্যালয় ঘেরাওসহ বিভিন্ন প্রতিবাদ কর্মসূচি পালন করে চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন।