নিজস্ব সংবাদদাতা, বাংলা কাগজ; রাজশাহী বিশ্ববিদ্যালয় ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় : ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) পর এবার রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ও লিখিত পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নেবার কথা জানিয়েছে।
এরই অংশ হিসেবে স্বাস্থ্যবিধি মেনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ২০২০-২১ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের (সম্মান) ভর্তি পরীক্ষা সরাসরি নেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত হয়েছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা পরিষদের ২৫২তম সভায়।
মঙ্গলবার (২৭ অক্টোবর) রাবির শহীদ তাজউদ্দীন আহমদ সিনেট ভবনে ওই সভা হয়।
এতে সভাপতিত্ব করেন রাবি উপাচার্য এম আবদুস সোবহান। সভায় জুম অ্যাপের মাধ্যমে শিক্ষকেরা যুক্ত ছিলেন।
রাবির জনসংযোগ দপ্তরের প্রশাসক আজিজুর রহমান জানান- শিক্ষা পরিষদের সভায় শিক্ষার্থীদের স্বশরীর উপস্থিতির মাধ্যমে ভর্তি পরীক্ষা নেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত হয়েছে। ভর্তি পরীক্ষাসংক্রান্ত কমিটি পরীক্ষা পদ্ধতির বিস্তারিত পরে নির্ধারণ করবে।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় : সরাসরি পরীক্ষা নেবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি)ও। রোববার (২৫ অক্টোবর) ডিনস কমিটির সভায় স্নাতক প্রথম বর্ষের (২০২০-২১) ভর্তি পরীক্ষা নিয়ে এ সিদ্ধান্ত নেয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
বিজ্ঞান অনুষদের ডিন মোহাম্মদ নাসিম হাসান বাংলা কাগজকে বিষয়টি নিশ্চিত করেন।
সভা সূত্রে জানা গেছে- গেলবার ছিল ১২০ নম্বরের পরীক্ষা। যার ১০০ নম্বর নৈর্ব্যক্তিক প্রশ্ন, আর ২০ নম্বর যোগ হয় এসএসসি ও এইচএসসি পরীক্ষায় প্রাপ্ত জিপিএ থেকে। তবে এবার ১০০ নম্বরের পরীক্ষা নেওয়া হবে।
ডিন মোহাম্মদ নাসিম হাসান বলেন- করোনার প্রাদুর্ভাব না কমলেও ভর্তি পরীক্ষা হবে। শিক্ষার্থীরা সরাসরি এসে পরীক্ষায় অংশগ্রহণ করবেন। এবারও ১০০ নম্বরের নৈর্ব্যক্তিক প্রশ্নে পরীক্ষা হবে। অবশ্য বাকি ২০ নম্বর কীভাবে যুক্ত হবে, পরীক্ষা কত দিনে হবে, কোথায় হবে- এসব বিষয়ে ভর্তি পরীক্ষা কমিটির সভায় সিদ্ধান্ত নেওয়া হবে।
এইচএসসি পরীক্ষার ফলাফল প্রকাশের পর ভর্তি পরীক্ষা কমিটির সভা অনুষ্ঠিত হবে। সভায় সব অনুষদের ডিন এবং বিভাগের সভাপতিদের উপস্থিত থাকার কথা রয়েছে।
এর আগে গেল ২০ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের ডিন’স কমিটির বৈঠকে স্বশরীরে ভর্তি পরীক্ষা নেবার সিদ্ধান্ত নেয় ঢাকা বিশ্ববিদ্যালয়।