নিজস্ব প্রতিবেদন, বাংলা কাগজ : সৌমিত্র চট্টোপাধ্যায়ের শারীরিক অবস্থার আরও অবনতি হয়েছে।
রোববার (২৫ অক্টোবর) রাতে হাসপাতাল সূত্রে জানানো হয়েছে- তাঁর শরীরে সোডিয়াম ও পটাশিয়ামের তারতম্য ঘটেছে।
‘রক্তে হিমোগ্লোবিনের পরিমাণও কমে গিয়েছে। প্লেটলেটের সংখ্যাও অত্যন্ত কম। বেড়ে গিয়েছে ইউরিয়ার পরিমাণ। বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ সচল থাকলেও বর্ষীয়ান এই অভিনেতার শারীরিক জটিলতা ও কো মর্বিডিটি চিকিৎসার পথে বাধা হয়ে দাঁড়াচ্ছে।’
আনন্দবাজার পত্রিকার প্রতিবেদনে সোমবার (২৬ অক্টোবর প্রথম প্রহরে) বলা হয়েছে- হাসপাতাল কর্তৃপক্ষ আরও জানিয়েছেন- সৌমিত্র চট্টোপাধ্যায়ের রক্তে অক্সিজেনের পরিমাণে তারতম্য হওয়ায় মাঝেমধ্যেই এখন বায়োপ্যাপ সাপোর্টের প্রয়োজন পড়ছে।
‘তাঁকে ইনভেসিভ সাপোর্ট বা ভেন্টিলেশনে রাখার কথা ভাবনাচিন্তা করছেন চিকিৎসকেরা। তবে এর আগে কিডনি ও স্নায়ুরোগ বিশেষজ্ঞদের পরামর্শ নিচ্ছে মেডিক্যাল টিম।’
সৌমিত্র দু’ সপ্তাহের বেশি সময় ধরে বেলভিউ হাসপাতালে চিকিৎসাধীন। করোনাভাইরাসে আক্রান্ত অবস্থায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়।
গেল সপ্তাহে তাঁর করোনাভাইরাসের রিপোর্ট নেগেটিভ আসে।
সেইসঙ্গে চিকিৎসাতেও সাড়া দিতে থাকেন সৌমিত্র।
‘কিন্তু তাঁর শারীরিক অবস্থা আবার সঙ্কটজনক হয়ে পড়েছে। সমস্যা বাড়িয়েছে মস্তিষ্কে সংক্রমণ অভিঘাত (কোভিড এনসেফ্যালোপ্যাথি) এবং স্নায়ুবিক অবস্থা। এর ফলে তিনি বেশিরভাগ সময়ে তন্দ্রাচ্ছন্ন অবস্থায় রয়েছেন’- জানিয়েছেন চিকিৎসকেরা।
পড়তে পারেন : স্বনামধন্য কবি টোকন ঠাকুর গ্রেপ্তার