নিজস্ব প্রতিবেদন, বাংলা কাগজ : করোনাভাইরাসে আক্রান্ত হয়ে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান ও ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম হাসপাতালে ভর্তি হয়েছেন। পাশাপাশি হাসপাতালে ভর্তি হয়েছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীও। হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি রাজধানীর একটি হাসপাতালে ভর্তি হয়েছেন।
এম এ মান্নান : করোনাভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান।
সোমবার (১২ অক্টোবর) তাঁকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নেওয়া হয় বলে মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ জনসংযোগ কর্মকর্তা শাহেদুর রহমান মঙ্গলবার (১৩ অক্টোবর) বাংলা কাগজকে জানিয়েছেন।
তিনি বলেন- কয়েকদিন পরিকল্পনামন্ত্রী জ্বরে ভুগছিলেন। চিকিৎসকের পরামর্শে করোনাভাইরাস পরীক্ষায় সোমবার (১২ অক্টোবর) পজিটিভ ফল আসে।
৭৪ বছর বয়সি এই সাবেক আমলার ফুসফুসে মৃদু সংক্রমণ রয়েছে বলে জানিয়েছেন ডাক্তাররা।
শাহেদুর বলেন- সব লক্ষণ মৃদু হলেও বয়স বিবেচনায় কোনও ঝুঁকি না নিয়ে তিনি সঙ্গে সঙ্গে হাসপাতালে ভর্তির সিদ্ধান্ত নেন। তবে তাঁর অবস্থা স্থিতিশীল।
আতিকুল ইসলাম : করোনাভাইরাসে আক্রান্ত ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম হাসপাতালে ভর্তি হয়েছেন।
তাঁর স্ত্রী ডা. শায়লা শগুফতা ইসলামও ভর্তি হয়েছেন হাসপাতালে। তিনিও কোভিড-১৯ আক্রান্ত।
রোববার (১১ অক্টোবর) নমুনা পরীক্ষার পর আতিক ও শায়লা উভয়েরই সংক্রমণ ধরা পড়েছিল। তবে তেমন সমস্যা না হওয়ায় তাঁরা বাড়িতেই চিকিৎসা নিচ্ছিলেন।
মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকেলে তাঁরা রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি হন।
৫৯ বছর বয়সি আতিক বাংলা কাগজকে বলেন- ফুসফুসে ‘মৃদু’ সংক্রমণ দেখা দেওয়ায় হাসপাতালে গিয়েছেন তিনি।
‘অক্সিজেন সেচুরেশনও কিছুটা কম। এটা যেহেতু সরকারি হাসপাতাল এ কারণে স্ত্রীকে নিয়ে এখানেই ভর্তি হয়েছি। সবার দোয়া চাইছি।’
কুর্মিটোলা জেনারেল হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল জামিল আহমেদ জানান- মেয়র আতিক ও তাঁর স্ত্রীকে কেবিনে ভর্তি করা হয়েছে।
‘উনারা মাত্র এসেছেন। প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা করা হবে। তারপর বলা যাবে সংক্রমণ কোন পর্যায়ে আছে।’
ডিএনসিসির জনসংযোগ কর্মকর্তা এ এস এম মামুন সোমবার (১২ অক্টোবর) মেয়র ও তাঁর স্ত্রীর আক্রান্ত হওয়ার খবর দিয়েছিলেন।
সেদিন পরে মামুনেরও কোভিড-১৯ সংক্রমণ ধরা পড়ে।
এছাড়া উত্তর সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সেলিম রেজা, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল ডা. মো. জোবাইদুর রহমান, প্রধান সম্পত্তি কর্মকর্তা মো. মোজাম্মেল হক, মেয়রের এপিএস-২ রিশাদ মোর্শেদ, অঞ্চল-৬ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা সাজিয়া আফরিন, অঞ্চল-৮ এর নির্বাহী কর্মকর্তা আবেদ আলী এবং অঞ্চল-১ এর সহকারী নির্বাহী প্রকৌশলী এবং কার্য সহকারিও করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।
রুহুল কবির রিজভী : বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ‘হৃদরোগে আক্রান্ত হয়ে’ ধানমণ্ডির ল্যাবএইড হাসপাতালে ভর্তি হয়েছেন।
তার সহকারি আরিফুর রহমান তুষার গণমাধ্যমকে জানান- মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে জাতীয়তাবাদী শ্রমিক দলের মানববন্ধন কর্মসূচি শেষ করে গাড়িতে ওঠার পর রিজভীর বুকে ব্যথা করে।
এরপর প্রথমে তাকে কাকরাইলের ইসলামী ব্যাংক হাসপাতালে এবং সেখান থেকে ধানমণ্ডির ল্যাবেএইড হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
তুষার বলেন, উনাকে সিসিইউতে নিবিড় পর্যবেক্ষণে রেখেছেন চিকিৎসকরা।
এ বিষয়ক : পরিকল্পনামন্ত্রী ও রেলমন্ত্রী : রেল সংযোগে ত্রুটির বিষয়ে এখনই বলা যাচ্ছে না