নিজস্ব প্রতিবেদন, বাংলা কাগজ : চলচ্চিত্র প্রযোজক, পরিচালক ও চিত্রনায়ক মাসুদ পারভেজ ওরফে সোহেল রানা জাতীয় পার্টি (জাপা) থেকে পদত্যাগ করেছেন।
সোমবার (১২ অক্টোবর) রাতে সোহেল রানা বাংলা কাগজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান- শনিবার (১০ অক্টোবর) জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের বরাবর ডাকযোগে পাঠানো চিঠিতে তিনি তার পদত্যাগের কথা জানিয়েছেন। জাতীয় পার্টির প্রেসিডিয়াম মেম্বারসহ সব পর্যায়ের কমিটি থেকে তিনি নিজ ইচ্ছায় পদত্যাগ করেছেন।
পদত্যাগের কারণ সর্ম্পকে সোহেল রানা জানান- পদত্যাগের অনেকগুলো কারণ থাকলেও সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে তৃণমূলের কর্মীদের মূল্যায়ন না করা।
‘যাঁরা দলের জন্য সারাজীবন কাজ করে গেছেন, সেসব ত্যাগীদের মূল্যায়ন না করায় দল থেকে পদত্যাগ করছি।’
আরও পড়ুন : হিরোশিমা দিবসে উগ্র জাতীয়তাবাদ বর্জনের ডাক দিয়েছে জাপান