নিজস্ব প্রতিবেদন, বাংলা কাগজ : ভারত শুধু প্রতিবেশি নয়; বিশ্বস্ত বন্ধুও- এমন মন্তব্য করেছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ। তাঁর কাছে তাঁরই বাসভবন- বঙ্গভবনে বাংলাদেশে ভারতের নবনিযুক্ত রাষ্ট্রদূত বিক্রম কুমার দোরাইস্বামী পরিচয়পত্র পেশ করতে গেলে তিনি এ কথা বলেন।
রাষ্ট্রপতি বলেন- বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক অত্যন্ত চমৎকার। এ সম্পর্ক কূটনৈতিক পরিমণ্ডল ছাড়িয়ে বাণিজ্য-বিনিয়োগ, শিক্ষা, সংস্কৃতিসহ বিভিন্ন ক্ষেত্রে সম্প্রসারিত হয়েছে।
রাষ্ট্রপতি আশা প্রকাশ করেন- নবনিযুক্ত হাইকমিশনার দায়িত্ব পালনকালে দুই দেশের মধ্যে সম্পর্ক উন্নয়নে সম্ভাবনাময় প্রতিটি ক্ষেত্রকে কাজে লাগাতে সর্বাত্মক প্রয়াস চালাবেন।
এ সময় আবদুল হামিদ ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে ভারতের সহযোগিতার কথা কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন।
ভারতের নবনিযুক্ত রাষ্ট্রদূত বলেন, ভারত বাংলাদেশের সঙ্গে সম্পর্ক উন্নয়নকে যথেষ্ট গুরুত্ব দেয়। তিনি জানান, ভারতে যে করোনাভাইরাসের ভ্যাকসিন উৎপাদিত হবে, সেটা বাংলাদেশ সময়মতো পাবে।
এ সময় ভারতের নতুন হাইকমিশনার দায়িত্ব পালনকালে রাষ্ট্রপতির সার্বিক সহযোগিতা কামনা করেন।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব সম্পদ বড়ুয়া, সামরিক সচিব মেজর জেনারেল এস এম শামীম উজ জামান, রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদীন, পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন এবং রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব (সংযুক্ত) ওয়াহিদুল ইসলাম খান উপস্থিত ছিলেন।
এ বিষয়ক : দোরাইস্বামী : দু’দেশের সম্পর্ক অভিন্ন ত্যাগ ও সংস্কৃতির ওপর ভিত্তি করে রচিত