নিজস্ব প্রতিবেদন, বাংলা কাগজ : ধর্ষণের বিরুদ্ধে সোচ্চার দেশজুড়ে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মানুষের দাবির সঙ্গে একাত্মতা পোষণ করেছে বাংলাদেশ আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকার।
এরই অংশ হিসেবে ধর্ষণের সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ডের বিধান রেখে আইন সংশোধনের উদ্যোগ নেওয়া হয়েছে। বিষয়টি বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) গণমাধ্যমকে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।
তিনি জানান- আগামী সোমবার (১২ সেপ্টেম্বর) মন্ত্রিসভার বৈঠকে এ প্রস্তাব উত্থাপন করা হবে।
আইনমন্ত্রী আরও জানান- প্রধানমন্ত্রীর নির্দেশেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
উল্লেখ করা যেতে পারে- বাংলাদেশে ধর্ষণের শাস্তি দণ্ডবিধি ১৮৬০-এর ৩৭৬ ধারায় উল্লেখ করা হয়েছে, এর সর্বোচ্চ সাজা যাবজ্জীবন কারাদণ্ড। তবে ধর্ষণের ফলে ধর্ষিতার মৃত্যু হলে সেক্ষেত্রে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড। তবে এসব ক্ষেত্রে জরিমানারও বিধান রয়েছে।
এ বিষয়ক : বেগমগঞ্জে ধর্ষণ মামলার আসামি আবুল কালাম কুমিল্লায় গ্রেপ্তার