নিজস্ব প্রতিবেদন, বাংলা কাগজ : নিম্নমানের মাস্ক, পিপিই ও স্বাস্থ্য সরঞ্জাম সরবরাহে দুর্নীতির অভিযোগে মামলার পর জেএমআইয়ের চেয়ারম্যান আব্দুর রাজ্জাককে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
কমিশনের উপ-পরিচালক নুরুল হুদা মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সকালে দুদকের সমন্বিত জেলা কার্যালয় ঢাকা-১-এ আব্দুর রাজ্জাক ও স্বাস্থ্য অধিদপ্তরের ছয় জনের বিরুদ্ধে মামলা করেন। এরপর দুপুরের দিকে কমিশনের পরিচালক মীর জয়নুল আবেদীন শিবলীর নেতৃত্বে একটি দল সেগুনবাগিচা এলাকা থেকে রাজ্জাককে গ্রেপ্তার করে।
মামলার অন্য আসামিরা হলেন- কেন্দ্রীয় ওষুধাগার-সিএমএসডির সাবেক উপপরিচালক জাকির হোসেন, সহকারী পরিচালক শাহজাহান সরকার, চিফ কো-অর্ডিনেটর জিয়াউল হক, ডেস্ক কর্মকর্তা সাব্বির আহমেদ, স্টোর কর্মকর্তা কবির আহমেদ, সিনিয়র স্টোর কিপার ইউসুফ ফকির।
দেশে করোনাভাইরাস ছড়িয়ে পড়লে ডাক্তার-নার্স ও অন্যান্যদের সুরক্ষায় এন-নায়েন্টি ফাইভ মাস্কসহ স্বাস্থ্য সরঞ্জাম সরবরাহের জন্য জেএমআই গ্রুপের সঙ্গে চুক্তি করা হয়।
এ বিষয়ক : স্বাস্থ্য খাতে ব্যবস্থা গ্রহণ : মাস্ককাণ্ডে ওষুধ প্রশাসনের ছয় কর্মকর্তাকে দুদকে তলব