নিজস্ব প্রতিবেদন, বাংলা কাগজ : অবসরপ্রাপ্ত সচিব ও বেসরকারি বিভিন্ন কোম্পানির চেয়ারম্যান পরিচয় দিয়ে বিভিন্ন পদে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে সাধারণ মানুষের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে এক প্রতারককে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গুলশান থানা পুলিশ।
গ্রেপ্তারকৃত হলেন- মো. হানিফ মিয়া (৪৮)। গ্রেপ্তারের সময় তার কাছ থেকে প্রতারণায় ব্যবহৃত একটি মুঠোফোন জব্দ করা হয়।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) খাগড়াছড়ির দিঘীনালায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
ডিএমপি নিউজ সূত্রে জানা গেছে- পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে পেশাদার প্রতারক হানিফ জানিয়েছে, সে বাংলাদেশের স্বনামধন্য বড় গ্রুপ অব কোম্পানিজের কর্মকর্তা-কর্মচারি না হয়েও অপকৌশলে কখনও চেয়ারম্যান, কখনও চেয়ারম্যানের মেয়ের জামাতা, কখনও পরিচালক, কখনও ব্যবস্থাপনা পরিচালক, আবার কখনও বা অবসরপ্রাপ্ত সচিব পরিচয় দিয়ে সাধারণ মানুষকে বিভিন্ন পদে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে মোবাইল ব্যাংকিং ও নগদে লাখ লাখ টাকা হাতিয়ে নেয়।
এসব বিষয়ে গেল ১৬ সেপ্টেম্বর হানিফের বিরুদ্ধে গুলশান থানায় একটি প্রতারণার মামলা দায়ের হয়।
মামলা রুজুর পর গুলশান থানা পুলিশ আধুনিক তথ্য-প্রযুক্তির সাহায্যে অভিযুক্তের অবস্থান শনাক্ত করে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃতের বিরুদ্ধে প্রতারণার অভিযোগে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।
এ বিষয়ক : ঝিনাইদহে নূপুর হত্যায় কাউকে গ্রেপ্তার করতে পারে নি পুলিশ