নিজস্ব প্রতিবেদন, বাংলা কাগজ (শারজা) : টি-টোয়েন্টি ক্রিকেটের একটা সহজ ফর্মুলা মোটামুটি সবারই জানা। সেটা হলো- টস জিতে প্রথমে ফিল্ডিং করা। আর তারপর রান তাড়া করার সময় স্কোর দেখে নিজেদের টাস্ক ঠিক করে নেওয়া। কিন্তু স্কোরবোর্ডে যদি ২০০-র বেশি রান থাকে, তাহলে কিছুটা হলেও নিশ্চিন্ত থাকে প্রথমে ব্যাট করা টিম।
আইপিএলে যদিও কোনও স্কোরই নিরাপদ নয়। ম্যাচের রং যে কোনও মুহূর্তে বদলে যেতে পারে।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর বাংলাদেশ সময় রাত ৮টায় শুরু হয় ম্যাচটি) শারজায় সেরকম কিছু ঘটে নি। ফ্যাফ ডুপ্লেসি-ধোনিরা মরিয়া একটা লড়াই চালালেও ম্যাচ শেষপর্যন্ত বের করতে ব্যর্থ । ১৬ রানে ম্যাচ জিতে নেয় স্টিভ স্মিথের রাজস্থান রয়্যালস।
এ বিষয়ক : বলে লালা ব্যবহার নিষিদ্ধসহ নতুন নিয়মে ১১৭ দিন পর মাঠে ক্রিকেট