বাংলা কাগজ সংবাদদাতা, রাম জোয়ার্দার, কোটচাঁদপুর, ঝিনাইদহ : বজ্রপাত থেকে বাঁচতে দুই কিলোমিটারজুড়ে তালের বীজ বপণ করা হয়েছে। ঘটনাটি ঘটেছে ঝিনাইদহ জেলার কোটচাঁদপুর উপজেলার তালসার-কুশনা সড়কে। ওই কার্যক্রম পরিচালনা করেছে সামাজিক সংগঠন- অনির্বাণ।
সংগঠনের সদস্য আকিমুল ইসলাম বাংলা কাগজকে বলেন- ২০১০ সালে গঠিত হয়ে অনির্বাণ গরীব-মেধাবী শিক্ষার্থীদের সহায়তা ছাড়াও করোনাকালেও সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছে। করছে বৃক্ষরোপণ, রক্তদান ও ফ্রি মেডিকেল ক্যাম্পও।
সর্বশেষ শনিবার (২১ সেপ্টেম্বর) বপণ করা হয় তালের বীজ।
এর উদ্দেশের বর্ণনা দিতে গিয়ে আকিমুল বলেন- সর্বপ্রথম তালগাছ আমাদেরকে বজ্রপাত থেকে রক্ষা করবে। এছাড়া ছায়া ও ফল দেওয়ার মতো সুফল তো রয়েছেই।
তালের বীজ বপণকালে উপস্থিত ছিলেন কোটচাঁদপুর বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইসাহক আলী, তালসার পুলিশ ক্যাম্পের ইনচার্জ মাসুদ রানা ও উপপরিদর্শক (এএসআই) মনোজ কুমার।
পাশাপাশি মানুষের জন্য কাজ করে যাওয়া সংগঠনটির সদস্যদের মধ্যে পারভেজ হোসেন, অসীম কুমার, ইরফান আহম্মেদ, ইমামুল ইসলাম, বিল্লাল হোসেন, শাওন আহম্মেদ, অনিক হালদার, নয়ন পাঠান, শ্যামল কুমার, সোহাগ দত্ত, বিপুল দত্ত ও মাসুদ রানাও উপস্থিত ছিলেন।
এ বিষয়ক : সুস্বাস্থ্য বিবেচনায় মুজিব শতবর্ষে ১ কোটি গাছের চারা রোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে বিশেষ বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন