নিজস্ব প্রতিবেদন, বাংলা কাগজ : দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওয়াহিদা খানমকে বদলি করা হয়েছে। তাঁকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে বদলি করা হয়েছে। একইসঙ্গে বদলি করা হয়েছে ওয়াহিদা খানমের স্বামী মেজবাউল হোসেনকেও। মেজবাউলকে বদলি করে ঢাকায় স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের জ্যেষ্ঠ সহকারী সচিব করা হয়েছে।
জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।
প্রসঙ্গত- গেল ২ সেপ্টেম্বর দিবাগত রাত আড়াইটার দিকে নিজের সরকারি বাসভবনে হামলার শিকার হন ওয়াহিদা খানম। ওই সময় একই হামলার শিকার হন তাঁর বাবা ওমর আলী শেখও। উন্নত চিকিৎসার জন্য দু’জনকেই ঢাকায় আনা হয়েছে।
এ বিষয়ক : জ্ঞান ফিরেছে ওয়াহিদার
ওয়াহিদার বাবা ঢাকায় : হামলার মোটিভ ‘পাচ্ছে না’ আইন-শৃঙ্খলা বাহিনী