নিজস্ব প্রতিবেদন, বাংলা কাগজ : নারী সাংবাদিক ও নারী চিকিৎসককে সাইবার পর্নোগ্রাফির মাধ্যমে ব্ল্যাকমেইলকারি মো. সবুজ প্রামাণিককে (২৭) গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের সিটিটিসির সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন ডিভিশনের একটি দল।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টায় রাজধানীর তেজগাঁও এলাকার একটি হোটেলে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে উত্ত্যক্ত করার কাজে ব্যবহৃত হোয়াটসঅ্যাপসহ মোবাইল ফোন জব্দ করা হয়।
ডিএমপি নিউজে উল্লেখ করা হয়েছে- সবুজ বেশ কিছুদিন থেকে কুড়িগ্রাম ও টাঙ্গাইল থেকে সাংবাদিক ও চিকিৎসকসহ অনেক নারীকে ব্ল্যাকমেইল ও উত্ত্যক্ত করে আসছিলেন। সবুজ বিভিন্ন নারীদেরকে দৈবক্রমে ফোন করে বলতেন যে, তার কাছে সেসব নারীর ব্যক্তিগত ও গোপন ভিডিও রয়েছে। এভাবে তাঁদেরকে ক্রমাগত হয়রানি করতেন ও তাঁদের কাছ থেকে অনৈতিক সুবিধা দাবি করতেন। তাঁরা রাজি না হলে তাঁদের কথিত ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ারও হুমকি দিতেন।
পরে একাধিক নারী সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগে অভিযোগ করার পর প্রযুক্তিগত সহায়তায় সাইবার পুলিশ তাকে গ্রেপ্তার করে।
প্রাথমিক তদন্তে জানা গেছে- সবুজের কাছে কোনও নারীরই কোনও ভিডিও নেই। তিনি ভিডিও থাকার কথা বলে ব্ল্যাকমেইল করে অনৈতিক সুবিধা নেওয়ার চেষ্টা করতেন।
এ ঘটনায় গ্রেপ্তার হওয়ার বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।
এ বিষয়ক : এক উগ্রবাদী ও এক আনসারুল্লাহ বাংলা টিমের সদস্য গ্রেপ্তার, মামলা