নিজস্ব প্রতিবেদন, বাংলা কাগজ : ঢাকায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এবং ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্সের (বিএসএফ) মহাপরিচালক পর্যায়ের সম্মেলন শুরু হওয়ার কথা ছিল ১৩ সেপ্টেম্বর। কিন্তু ‘এয়ারক্রাফটে ত্রুটি’র কারণে বাংলাদেশে আসতে পারে নি বিএসএফের প্রতিনিধি দল। এবার সেই সম্মেলনের সূচি পুনর্নির্ধারণ করা হয়েছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) শুরু হয়ে সম্মেলন চলবে শুক্রবার (১৮ সেপ্টেম্বর) পর্যন্ত।
ঢাকা ও দিল্লির কূটনৈতিক সূত্র জানিয়েছে- আবহাওয়াসহ সবকিছু ঠিকঠাক থাকলে সম্মেলন শুরুর কয়েক ঘণ্টা আগে এসে পৌঁছাবেন বিএসএফের প্রতিনিধিরা। সম্মেলন শুরুর তারিখ পেছালেও শেষ হবে ওই একই সময়ে, ১৮ সেপ্টেম্বর।
এর আগে বিজিবি-বিএসএফ সম্মেলন স্থগিতের ঘোষণা দিয়ে বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরিফুল ইসলাম জানিয়েছিলেন- ঢাকা টু নয়াদিল্লি এবং কলকাতা টু ঢাকা সকল আন্তর্জাতিক ফ্লাইট আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত বন্ধ রয়েছে। ফলে বিএসএফ প্রতিনিধি দল নিজস্ব এয়ারক্রাফট নিয়ে ঢাকায় এসে সম্মেলনে যোগদানের সিদ্ধান্ত নিয়েছিল। কিন্তু এয়ারক্রাফটের ত্রুটির কারণে সেটা সম্ভব হয় নি।
এ বিষয়ক : ‘ফ্লাইট জটিলতায়’ বিজিবি-বিএসএফ সীমান্ত সম্মেলন স্থগিত