নিজস্ব প্রতিবেদন, বাংলা কাগজ : গ্যাস লাইনের লিকেজ থেকেই নারায়ণগঞ্জের মসজিদে বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে মনে করছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
বিষয়টি জানিয়েছেন সংস্থাটির ডিআইজি মাঈনুল হাসান। একইসঙ্গে ওই ঘটনার সব তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে দোষীদের চিহ্নিত ও দ্রুত প্রতিবেদন দেওয়া হবে বলেও জানান তিনি।
প্রাথমিক তদন্তে শেষে শনিবার (১২ সেপ্টেম্বর) দুপুরে ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে তিনি এসব জানান।
পরে মাঈনুল হাসান সাংবাদিকদের বলেন- প্রাথমিক তদন্ত শেষে ধারণা করা হচ্ছে গ্যাস লাইনের লিকেজ থেকেই বিস্ফোরণ হয়েছে। তবে অন্য সব তদন্ত কমিটির রিপোর্ট হাতে পেলেই চূড়ান্ত প্রতিবেদন তৈরি করবে সিআইডি।
প্রসঙ্গত- গত ৪ সেপ্টেম্বর নারায়ণগঞ্জের তল্লা এলাকায় মসজিদে বিস্ফোরণের ঘটনায় করা মামলা গত বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সিআইডির কাছে হস্তান্তর করা হয়। এদিকে ওই ঘটনায় দগ্ধ হয়ে শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন ৫ জনের অবস্থা আশঙ্কাজনক। ইতোমধ্যে মারা গেছেন ৩১ জন।
আরও পড়ুন : নারায়ণগঞ্জে মসজিদের এসি বিস্ফোরণ, নিহত ১, আহত ৩৫