নিজস্ব প্রতিবেদন, বাংলা কাগজ : গাজীপুরের টঙ্গীতে অবস্থিত এস এস স্টিল মিলস কারখানায় আগুনে দগ্ধ শ্রমিকদের মধ্যে একজনের মৃত্যু হয়েছে।
মৃত ওই শ্রমিকের নাম মো. দুলাল মিয়া (৪৫)। শুক্রবার (১১ সেপ্টেম্বর) দিবাগত রাতে রাজধানীর শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) টঙ্গীর এস এস স্টিল মিল কারখানায় লোহা পোড়ানোর সময় পাঁচ শ্রমিক দগ্ধ হন। দগ্ধ শ্রমিকদের শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
আহতদের মধ্যে ৯০ শতাংশ দগ্ধ হন মোজাম্মেল (২২) ও দুলাল (২৫) এবং ৫০ শতাংশ দগ্ধ হন নিলয় (২৫) ও রিপন (৩০)। আর দগ্ধ হওয়া অপর শ্রমিক আজাহার (২৬) প্রাথমিক চিকিৎসা নিয়ে ফিরে গেছেন। সবমিলে বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন মোজাম্মেল, নিলয় ও রিপন।
শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন পার্থ শংকর পাল জানান, বর্তমানে চিকিৎসাধীন তিনজনের কেউই শঙ্কামুক্ত নন।
আরও পড়ুন : টঙ্গীতে স্টিল কারখানায় দগ্ধ ৫ শ্রমিক