নিজস্ব প্রতিবেদন, বাংলা কাগজ : রাজধানীর কারওয়ান বাজার মাছের আড়তে ভেজালবিরোধী অভিযান চালিয়েছেন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) ভ্রাম্যমাণ আদালত।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলমের নেতৃত্বে ভেজালবিরোধী ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে এ অভিযান চালানো হয়।
এ বিষয়ে সারওয়ার আলম বাংলা কাগজকে জানান- অভিযানে মাছের আড়তে কিছু মাছ দীর্ঘ সময় ধরে তাজা রাখতে বিভিন্ন কেমিক্যাল ব্যবহার করা হচ্ছে। এছাড়া মাছের মধ্যে ক্ষতিকর বিভিন্ন রং ব্যবহারের অভিযোগ পাওয়া গেছে।
আরও পড়ুন : যৌথ অভিযান : সিরাজুল ছাড়া আরও তিন প্রতিষ্ঠান গুনছে ২৯ লাখ টাকা
দখলমুক্ত করতে প্রতি সপ্তাহে অভিযানের ঘোষণা ডিএনসিসির
স্বাস্থ্য মন্ত্রণালয়কে নিয়ে সিরাজুল ইসলাম হাসপাতালে র্যাবের অভিযান, জরিমানা