নিজস্ব প্রতিবেদন, বাংলা কাগজ : গ্যাস লাইনের ওপর নারায়াণগঞ্জের তল্লায় মসজিদ নির্মাণের অনুমোদন ছিল কি-না তা খতিয়ে দেখা হচ্ছে বলে সংসদকে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, ভবনটির বিদ্যুৎ ধারণক্ষমতার বাইরে এসির সংযোগ দেয়া হয়েছে কি না তাও তদন্ত করা হচ্ছে।
আরও পড়ুন : জেলা কমিটি পূর্ণাঙ্গ করার কথা বললেন প্রধানমন্ত্রী
শেখ হাসিনাকে শিনজো আবের ফোন, করোনাভাইরাসে ২৮০০ কোটি টাকা সহায়তা
শেখ হাসিনাকে ফোন- নেপালকে ৫০ হাজার মেট্রিক টন সার দেবে বাংলাদেশ
নারায়ণগঞ্জের তল্লায় মসজিদে বিস্ফোরনের ঘটনা দুঃখজনক বলে মন্তব্য করেছেন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
রোববার (৬ সেপ্টেম্বর) সংসদে তোলা শোক প্রস্তাবে আলোচনায় অংশ নিয়ে প্রধানমন্ত্রী নারায়ণগঞ্জে হতাহতদের পরিবারের প্রতি সমবেদনা জানান। তিনি বলেন, এ ঘটনার পরপরই তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এরই মধ্যে ঘটনাস্থলে গিয়ে নমুনা সংগ্রহও করেছেন বিস্ফোরক বিশেষজ্ঞরা। তদন্তের মাধ্যমে বিস্ফোরণের কারণ দ্রুত বেরিয়ে আসবে বলে মনে করেন সংসদ নেতা।
এ সময় তিনি আরও বলেন, অপরিকল্পিতভাবে কোনও স্থাপনা তৈরি হলে দুর্ঘটনার ঝুঁকি বাড়ে। সারা দেশে পরিকল্পিতভাবে মসজিদ নির্মাণ হয়েছে কিনা এবং এর গ্যাস-বিদ্যুতের সরবরাহ যথাযথ আছে কিনা তা খতিয়ে দেখতে মন্ত্রিপরিষদ সচিব ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে নির্দেশ দেন প্রধানমন্ত্রী।
এছাড়া, একাদশ সংসদের নবম অধিবেশনের শুরুতেই দুই সংসদ সদস্য সাহারা খাতুন, ইসরাফিল আলম এবং ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুর্খাজির মৃত্যুতে শোক প্রস্তাব গ্রহণ করা হয়।