নিজস্ব প্রতিবেদন, বাংলা কাগজ : কুমিল্লার চান্দিনায় মাইক্রোবাস উল্টে খাদে পড়ে গেছে। তবে এতে হতাহতের ঘটনা ঘটে নি। সকাল ৭টার দিকে হাড়িখোলা এলাকায় ওই দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে- নোয়াখালী থেকে একটি মাইক্রোবাস ঢাকার উদ্দেশে রওয়ানা হওয়ার পর চান্দিনার হাড়িখোলা এলাকায় এসে উল্টে গিয়ে খাদে পড়ে যায়। এতে মাইক্রোবাসে থাকা দুইজন সামান্য আহত হন। তারা চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
এ ব্যাপারে কুমিল্লার ইলিয়টগঞ্জ পুলিশ ফাঁড়ির ইনচার্জ সালেহ আহমেদ বাংলা কাগজকে বলেন- আমরা ঘটনাটির কথা শুনেছি। পুলিশ ওখানে রেকার নিয়ে উপস্থিত হয়েছে গাড়ি উদ্ধার করার জন্য।