নিজস্ব প্রতিবেদন, বাংলা কাগজ : রাজধানীর কোতোয়ালি থানা এলাকা থেকে নব্য জেএমবির এক সন্দেহভাজন সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট।
গ্রেপ্তার ব্যক্তির নাম মো. সালেক ওরফে আবু সালেক (১৯)।
সিটিটিসির জ্যেষ্ঠ সহকারী পুলিশ কমিশনার শেখ ইমরান হোসেন সোমবার (২৪ আগস্ট) সন্ধ্যা সাতটার দিকে কোতোয়ালি থানাধীন বাবু বাজার ব্রিজ এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করে।
এ সময় তার কাছ থেকে একটি মুঠোফোন উদ্ধার করা হয়।
ইমরান জানান- গ্রেপ্তারকৃত সালেক সামাজিক যোগাযোগ মাধ্যম ও অন্যান্য অনলাইন নেটওয়ার্কিং অ্যাপ ব্যবহারের মাধ্যমে একে অপরের সঙ্গে যোগাযোগ স্থাপন করছিলেন। তাদের সদস্য সংগ্রহ ও নাশকতা মূলক কর্মকাণ্ড সংগঠনের পরিকল্পনা ছিল।
সিটিটিসি জানিয়েছে- গ্রেপ্তার সালেককে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করবে তাঁরা। সালেকের বাসা কেরানীগঞ্জে।