নিজস্ব প্রতিবেদন, বাংলা কাগজ : প্রয়োজনে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক স্বপনকেও জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানিয়েছেন দুদক সচিব মুহাম্মদ দিলোয়ার বখ্ত। স্বাস্থ্য খাতের রিজেন্ট জালিয়াতিসহ নানা দুর্নীতির ঘটনায় সোমবার (১৭ আগস্ট) সাবেক স্বাস্থ্য সচিব মো. আসাদুল ইসলাম এবং রিজেন্ট হাসপাতালে সত্বাধিকারি মো. শাহেদকে জিজ্ঞাসাবাদের দিনে এমন তথ্য দেন দুদক (দুর্নীতি দমন কমিশন) সচিব। গণমাধ্যমের সঙ্গে আলাপকালে এ তথ্য তুলে ধরেন তিনি।
উল্লেখ করা যেতে পারে- জাহিদ মালেক স্বপন মানিকগঞ্জ-৩ থেকে নির্বাচিত সংসদ সদস্য। ২০১৪ সালে গঠিত মন্ত্রিসভায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী ছিলেন তিনি। পরে ২০১৯ সালে গঠিত মন্ত্রিসভায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের পূর্ণমন্ত্রীর দায়িত্ব পান জাহিদ মালেক স্বপন।