নিজস্ব প্রতিবেদন, বাংলা কাগজ : চান্দিনায় (কুমিল্লা) হিমাচল পরিবহনের যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে নারীসহ তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৭ জন। নিহতদের মধ্যে একজন নোয়াখালী জেলার আটগাঁও গ্রামের সেলিম মিয়ার স্ত্রী শামসুন্নাহার বেগম। তাৎক্ষণিকভাবে অপর দু’জনের পরিচয় পাওয়া যায় নি।
জানা গেছে- রোববার (২ আগস্ট) সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনা উপজেলার হাড়িখোলা এলাকায় লক্ষ্মীপুর থেকে ঢাকাগামী হিমাচল পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এ সময় চালকসহ ৭ জন আহত হন। খবর পেয়ে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আতেদের উদ্ধার করে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। আহতের মধ্যে মারা যান তিনজন।
বিষয়টি নিশ্চিত করে হাইওয়ে কুমিল্লা অঞ্চলের অতিরিক্ত পুলিশ সুপার মোল্লা মোহাম্মদ শাহীন জানান, বাসটি উদ্ধার করে থানায় পাঠানো হয়েছে।