নিজস্ব প্রতিবেদন, বাংলা কাগজ : দেশের দুই-তৃতীয়াংশ বেসরকারি হাসপাতালেরই লাইসেন্সের মেয়াদ নেই। এরই অংশ হিসেবে মেয়াদ নেই বারডেম (Bangladesh Institute of Research and Rehabilitation in Diabetes Endocrine and Metabolic Disorders) এবং আইসিডিডিআর,বি (International Centre for Diarrhoeal Disease Research, Bangladesh)-এরও লাইসেন্সের মেয়াদ শেষ হয়ে গেছে। এমন অবস্থায় দেশের চিকিৎসাসেবা নিয়েই উদ্বেগ প্রকাশ করেছেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

বারডেম ও আইসিডিডিআর,বি হাসপাতালেরও লাইসেন্সের মেয়াদ নেই
Facebook Comments Box