নিজস্ব প্রতিবেদন, বাংলা কাগজ : পাঁচ মামলায় মোট ৩৮ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে রিজেন্ট হাসপাতালের সত্বাধিকারি ও রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান মো. শাহেদকে।
জানা গেছে, রোববার (২৬ জুলাই) সকালে ১০ দিনের রিমান্ড শেষে ঢাকার আদালতে হাজির করলে শাহেদকে চার মামলায় ২৮ দিনের রিমান্ড দেন আদালত।
পরে তাঁকে সাতক্ষীরার দেবহাটা থানার অস্ত্র মামলায় আমলী আদালতের বিচারক সিনিয়র জুডিশয়াল ম্যাজিস্ট্রেট রাজিব কুমার রায়ের ভার্চুয়াল আদালতে তোলা হয়।
তখন মামলার তদন্তকারী কর্মকর্তা খুলনা র্যাব-৬ এর সাতক্ষীরা ক্যাম্পের উপপরিদর্শক রেজাউল করিম ১০ দিনের রিমান্ড আবেদন করেন। এক্ষেত্রে ১০ দিনেরই রিমান্ড দেওয়া হয় শাহেদকে। ফলে সবমিলে ৩৮ দিনের রিমান্ডে গেলেন মো. শাহেদ করিম।