নিজস্ব প্রতিবেদন, বাংলা কাগজ : এবার অযৌক্তিক ও বাড়তি ব্যয়ের কথা স্বীকার করেছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। মঙ্গলবার (২১ জুলাই) একনেক সভা শেষে অনুষ্ঠিত অনলাইন ব্রিফিংয়ে এ কথা স্বীকার করেন তিনি।
উল্লেখ করা যেতে পারে- গত ১৩ জুলাই পরিকল্পনা মন্ত্রণালয়ে ৩ ভার্চুয়াল সভায় খরচ দেড় কোটি! শিরোনামে বাংলা কাগজে একটি অনুসন্ধানি প্রতিবেদন প্রকাশিত হয়। এরপর বিভিন্ন গণমাধ্যমে প্রকল্পের বাড়তি ব্যয় নিয়েও প্রতিবেদন প্রকাশিত হয়েছে। যার কারণে একনেক সভায় ক্ষোভ প্রকাশ করেন খোদ প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন শেখ হাসিনা।