নিজস্ব প্রতিবেদন, বাংলা কাগজ : দেশে নতুন করে আরও তিন হাজার ৬৮৩ জনের শরীরে করোনাভাইরাস (কোভিড-১৯) শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট এক লাখ ৪৫ হাজার ৪৮৩ জনের শরীরে করোনাভাইরাসের উপস্থিতি পাওয়া গেল। এছাড়া গেল ২৪ ঘণ্টায় মারা গেছেন আরও ৬৪ জন। এ নিয়ে দেশে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে এক হাজার ৮৪৭ জনে।
মঙ্গলবার (৩০ জুন) দুপুরে করোনাভাইরাস নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন বুলেটিনে এ তথ্য জানান সংস্থাটির অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।
এর আগে সোমবার (২৯ জুন) জানানো হয়েছিল, দেশে চার হাজার ১৪ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন এবং মারা গেছেন ৪৫ জন।
বাংলাদেশে গত ৮ মার্চ প্রথম করোনা ভাইরাসের রোগী শনাক্ত হলেও প্রথম মৃত্যুর খবর আসে ১৮ মার্চ। দিন দিন করোনা রোগী শনাক্ত ও মৃতের সংখ্যা বাড়ায় নড়েচড়ে বসে সরকার। ভাইরাসটি যেন ছড়িয়ে পড়তে না পারে সেজন্য ২৬ মার্চ থেকে বন্ধ ঘোষণা করা হয় সব সরকারি-বেসরকারি অফিস। কয়েক দফা বাড়িয়ে এ ছুটি ৩০ মে পর্যন্ত করা হয়।
ছুটি শেষে গত ৩১ মে থেকে দেশের সকল সরকারি-বেসরকারি অফিস খুলে দেওয়া হয়েছে। তবে বন্ধ রাখা হয়েছে শিক্ষাপ্রতিষ্ঠান। বর্তমান করোনা পরিস্থিতিতে অর্থনীতি যাতে মুখ থুবড়ে না পড়ে, সেজন্য উদ্যোগ গ্রহণ করেছে বাংলাদেশ সরকার।