নিজস্ব প্রতিবেদন, বাংলা কাগজ : ব্রিফিংয়ের সময় এখনও এগিয়ে আনে নি স্বাস্থ্য অধিদপ্তর।
অবশ্য গত ২৪ জুন বাংলা কাগজে স্বাস্থ্য অধিদপ্তরের বেশকিছু বিষয় নিয়ে একটি প্রতিবেদন প্রকাশিত হওয়ার পর ব্যানারে বানান ঠিক করার সঙ্গে আরও কিছু কাজ করেছে স্বাস্থ্য অধিদপ্তর।
কিন্তু এখনও ব্রিফিংয়ের সময় এগিয়ে আনে নি সংস্থাটি।
জানা গেছে, স্বাস্থ্য অধিদপ্তর একদিন সকাল ৮টা থেকে পরদিন সকাল ৮টা পর্যন্ত সময়ের তথ্য প্রকাশ করে থাকে। এ কারণে বেলা ১১টা কিংবা সর্বোচ্চ ১২টার মধ্যে সংবাদ সম্মেলন করা কোনও ব্যাপার নয়। এতে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ওইদিনের তথ্য প্রচার করতে পারে। অথচ স্বাস্থ্য অধিদপ্তর স্বাস্থ্য বুলেটিনে অনলাইনে যুক্ত হয় প্রতিদিন বেলা আড়াইটায়। এতে বিটিভির দুইটার সংবাদে পুরোনো তথ্যই যাচ্ছে। আবার বিটিভির দুইটার সংবাদ দেশের সব চ্যানেলে প্রচার করা হয়। সুতরাং দেশ-বিদেশে করোনাভাইরাস সংক্রান্ত তথ্যে বিভ্রান্তি সৃষ্টি হচ্ছে। কারণ একই চ্যানেল যখন নিজের সংবাদ প্রচার করছে, তখন দিচ্ছে এক ধরনের তথ্য। আবার যখন বিটিভির দুইটার সংবাদ প্রচার করছে তখন যাচ্ছে ভিন্ন ধরনের পুরোনো তথ্য। আবার এ বিভ্রান্তির আগুনে ঘি হয়ে দেখা দিয়েছে- স্বাস্থ্য অধিদপ্তরের স্বাস্থ্য বুলেটিনের শেষাংশে দক্ষিণ-পূর্ব এশিয়ার তথ্য। কারণ এই অংশে আরও একদিনের আগের তথ্য উপস্থাপন করছে স্বাস্থ্য অধিদপ্তর। ফলে শুধু বিভ্রান্তি আর বিভ্রান্তি।