বাংলা কাগজ প্রতিবেদন : ইতিহাস আমাদের পিছু ডাকে। পিছু ডাকে অবিরাম। এগিয়ে নিতে চায় সামনের দিকে। তাইতো আমরাও এগিয়ে যাই ইতিহাস থেকে শিক্ষা নিয়ে। বাংলা কাগজের সুপ্রিয় পাঠকদের জন্য আজকের দিনের কিছু ঘটনা তুলে ধরা হলো:
২৮ জুন, ২০২০ খ্রিস্টাব্দ
ঘটনা :
১৩৮৯ : কসভোয় ওসমানীয় ও সার্বীয় সেনাদের মধ্যে যুদ্ধ শুরু হয়।
১৬৩৫ : ক্যারিবিয়ান সাগরের দ্বীপ গুয়াডেলোপ ফ্রান্সের উপনিবেশে পরিণত হয়।
১৮৫৭ : মীর জাফর আলী খান বাংলার নবাব হন ও রবার্ট ক্লাইভ গভর্নর নিযু্ক্ত হন।
১৯১৪ : অস্ট্রিয়ার আর্কডিউক ফ্রাঙ্ক ফার্দিনান্দ ও তাঁর স্ত্রী সোফি তৎকালীন অস্ট্রো-হাঙ্গেরীয়ান সাম্রাজ্যের প্রদেশ বসনিয়া-হার্জগোভিনার রাজধানী সারায়েভোতে আততায়ীর হাতে নিহত হন। এর প্রেক্ষিতে প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয়।
১৯৫০ : উত্তর কোরিয়ার বাহিনী দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউল দখল করে।
জন্ম :
১৭১২ : সুইস বংশদ্ভূত ফরাশি দার্শনিক ও পলিম্যাথ জ্যাঁ জ্যাক রুশোর জন্ম।
১৯৪০ : শান্তিতে নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস জন্মগ্রহণ করেন।
মৃত্যু:
১৯৮৬ : কৃষক নেতা হাজি মোহাম্মদ দানেশের মৃত্যু।