নিজস্ব প্রতিবেদন, বাংলা কাগজ : রাজধানীতে গ্যাস লাইনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এক্ষেত্রে পশ্চিম শেওড়াপাড়ার ওই আগুন তিন ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস।
ওই এলাকার ইকবাল রোডে ঢাকা উত্তর সিটি করপোরেশেনের পয়ঃনিষ্কাশন নালার উন্নয়ন কাজ চলছে। সেখানেই এক জায়গায় তিতাসের গ্যাসের লাইনে শুক্রবার ভোর ৫টার দিকে হঠাৎ আগুন ধরে যায়।
ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা লিমা খানম বলেন, তাঁদের দুটি ইউনিট খবর পেয়ে সেখানে গিয়ে কাজ শুরু করে। সকাল পৌনে ৮টার দিকে তাঁরা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।
আগুনে হতাহতের কোনও ঘটনা ঘটেনি জানিয়ে লিমা খানম বলেন, ফেলে দেওয়া সিগারেট থেকে সেখানে আগুনের সূত্রপাত হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।