নিজস্ব প্রতিবেদন, বাংলা কাগজ : অবশেষে ব্যবহারের অযোগ্য হিসেবে গণস্বাস্থ্যের কিটকে অনুমোদন দেয় নি ওষুধ প্রশাসন অধিদপ্তর। এর আগে মে মাসে কিট তৈরি করে সেগুলো পরীক্ষার জন্য ওষুধ প্রশাসন অধিদপ্তরে জমা দেওয়া হয়।
পরে কিট কে তৈরি করেছে, সেটি নিয়েও তৈরি হয় প্রশ্ন। একইসঙ্গে প্রশ্ন উঠে গণস্বাস্থ্য কেন্দ্রের প্রধান ডা. জাফরুল্লাহ চৌধুরীর সংবাদ সম্মেলন নিয়েও। কারণ সেখানে উপস্থিত ছিলেন দেশবিরোধী দল- জামায়াতের অঙ্গ সংগঠন- শিবিরের সাবেক সভাপতি।
পরে অবশ্য বিভিন্ন গণমাধ্যম গণস্বাস্থ্যের কিট নিয়ে নানা ধরনের মন্তব্য করে প্রতিবেদন প্রকাশ করে। যা গ্রহণযোগ্য ছিল না বলেই মন্তব্য করেছেন সংশ্লিষ্টরা। কারণ গণস্বাস্থ্যের কিট নিয়ে রাজনীতি হয় নি। স্বাভাবিকভাবেই কোনও কিছু (ওষুধ সংশ্লিষ্ট) ব্যবহারের পূর্বে ওষুধ প্রশাসন অধিদপ্তর থেকে অনুমোদন নিতে হয়। এ অনুমোদন ছাড়া দেশে ওষুধ বা এ জাতীয় পণ্য ব্যবহার বা বাজারজাত সম্পূর্ণ নিষিদ্ধ।