নিজস্ব প্রতিবেদন, বাংলা কাগজ : দেশে করোনাভাইরাস শনাক্ত যেমন বাড়ছে, তেমনি বাড়ছে সুস্থের পরিমাণও। মঙ্গলবার (১৬ জুন) সকাল ৮টা পর্যন্ত এর আগের ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছেন তিন হাজার ৮৬২ জন। আর সুস্থ হয়েছেন দুই হাজার ২৩৭ জন। বেলা আড়াইটায় স্বাস্থ্য অধিদপ্তরের ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক ডা. নাসিমা সুলতানা জানান, সবমিলে দেশে বর্তমানে করোনাভাইরাসে আক্রান্তের মোট সংখ্যা দাঁড়িয়েছে ৯৪ হাজার ৪৮১ জনে। আর সর্বমোট সুস্থ হয়েছেন ৩৪ হাজার ২৬৪ জন।
এরসঙ্গে একটি খারাপ খবর হলো- একদিনের ব্যবধানে মারা গেছেন আরও ৫৩ জন। ফলে সবমিলে মৃতের সংখ্যা দাঁড়াল এক হাজার ২৬২ জনে।
নাসিমা সুলতানা আরও জানান, মঙ্গলবার সকাল পর্যন্ত নমুনা পরীক্ষা করা হয়েছে ১৭ হাজার ২১৪টি। এর মধ্যে শনাক্ত হয়েছেন তিন হাজার ৮৬২ জন। ফলে মোট শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ৯৪ হাজার ৪৮১ জনে।